দোহারে পাচারকারীর হাত থেকে রক্ষা পেল ২ ছাত্রী

179

ঢাকার দোহার উপজেলায় চায়ের দোকানির জন্য পাচারকারীর হাত থেকে রক্ষা পেল বৃষ্টি আক্তার ও লামিয়া আক্তার নামে ২ স্কুলছাত্রী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৈইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। বৃষ্টি মৈইতপাড়া গ্রামের মামুন হোসেনের মেয়ে, লামিয়া একই গ্রামের আব্দুল হাসেমের মেয়ে।

স্থানীয় ও দোকানির ভাষ্যমতে, শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের কাস চলাকালীন বৃষ্টি ও লামিয়া পানি খেতে কাসের বাইরে বের হয়। এ সময় বোরকা পরিহিতা ২ অজ্ঞাত পাচারকারী নারী তাদের কাছে আসে। এ সময় ছাত্রীদের বলে তোমাদের একটি অনুষ্ঠানে নিয়ে যাব, সেখানে নতুন ব্যাগ ও টাকা দেবে এবং অনুষ্ঠান শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বৃষ্টি ও লামিয়া নারীদের কথায় প্রলুব্ধ হয়ে তাদের সঙ্গে চলে যায়। ওই নারীরা তাদের রিকশাযোগে বিভিন্ন স্থানে ঘুরায়। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টি ও লামিয়াকে ফরিদপুরে পাচারের উদ্দেশ্যে মেঘুলা ট্রলার ঘাটে নিয়ে যায়। ট্রলার ঘাটে তাদের রেখে ওই নারীরা কারও সঙ্গে কথা বলতে যায়। এ সময় ঘাটের চায়ের দোকানি জাহাঙ্গীর বৃষ্টি ও লামিয়ার আচরণ দেখে সন্দেহ করে। দোকানি এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞেস করলে তারা বিস্তারিত খুলে বলে। দোকানি জাহাঙ্গীর স্থানীয় লোকদের জড়ো করে বিষয়টি খুলে বলেন। এরপর থেকে ওই নারীদের খোঁজ করেও স্থানীরা পায়নি। পরে এলাকাবাসী বৃষ্টি ও লামিয়াকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। এ বিষয়ে স্থানীয়রা থানা পুলিশে জানায়নি বলে জানা যায়। 

অন্য খবর  মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে দোহার প্রেসক্লাবের শোক প্রকাশ

দোহার থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ জানান, বিষয়টি থানায় কেউ জানায়নি। কিংবা কোনো মৌখিক অভিযোগও করা হয়নি।

আপনার মতামত দিন