দোহারে পরকীয়ার জেরে ফাঁশিতে হত্যা

285

ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়ায় এক নারীকে ফাঁশি দিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইসমাত আরা নেকলেস (৩৫) সুন্দরীপাড়ার সৌদি আরব প্রবাসী হান্নান খানের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এতে মনির মোল্লা (বয়স ৩০, পিতা বারেক মোল্লা) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ২ দিন রিমান্ডে নেয়া হয়েছে। মনির মোল্লার সাথে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। নেকলেস তিন সন্তানের জননী। দোহার থানা পুলিশের এসআই মাহমুদুলহাসান এই মামলার তদন্তে আছেন।

আপনার মতামত দিন