দোহারে পদ্মা থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার

523
দোহারে পদ্মা থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার

ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চর পুরুলিয়া গ্রাম সংলগ্ন পদ্মানদীর তীর হতে অজ্ঞাত এক যুবতির ভাসমান লাশ উদ্ধার করেছে কুতুবপুর নৌ-পুলিশ। শনিবার সন্ধ্যায় ভাসমান অবস্থায় লাশটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর পুরুলিয়া গ্রাম সংলগ্ন পদ্মানদীতে ভাসমান লাশ দেখে পেয়ে নৌ পুলিশকে জানালে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা নদীর কিনারায় ভাসমান অবস্থায় থাকা লাশটিকে উদ্ধার করা করে।

কুতুবপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই শামসুল আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি একটি নারীর। তার বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। লাশটি প্রায় ২০ দিনের আগের হবে লাশটিতে পচঁন ধরেছে। ধারনা হচ্ছে অন্য কোথাও থেকে ভেঁসে দোহারে সীমানায় চলে এসেছে লাশটি। লাশের কোমড়ে সূতা দিয়ে মাটির কলস ও বস্তা বাঁধা ছিলো। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত দিন