দোহারে-নবাবগঞ্জে চলছে হালনাগাদ ভোটার তালিকা ও নিবন্ধন কার্যক্রম

371

নিউজ৩৯:p style=”text-align: justify;”><দোহার ও নবাবগঞ্জে ১৫ ই জুন বৃহস্পতিবার থেকে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদের লক্ষে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন বলছে তিনটি পর্যায়ে সারা দেশে এ হাল নাগাদের কাজ চলবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করবেন। দোহার – নবাবগঞ্জে ১৫মে – ২৪ মে পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ২৬মে থেকে ১৫জুলাই পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে বলে নিউজ৩৯কে জানিয়েছে নির্বাচন কমিশন দোহার-নবাবগঞ্জ সূত্র।  দোহার নির্বাচন কমিশনার মোঃ জসিম উদ্দীন এ বিষয়ে নিউজ৩৯কে বলেন, আইন অনুযায়ী প্রতিবছর যারা ভোটার হবেন তাদের ডাটাগুলো নেয়া হয়।  আগামী জানুয়ারি মাসের ১ তারিখে চূড়ান্তভাবে যাদের ১৮ বছর বয়স হবে তাদেরকে ভোটার তালিকায় নাম উঠানো হবে।হালনাগাদ বলতে আপনারা কি বুঝান ? সংশোধন হবে না কি নতুন করে সংযোজন?এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার নিউজ৩৯কে বলেন, হালনাগাদ হলো মূলত যাদের ভোটার হবার জন্য ১৮ বছর পূর্ণ হয়েছে তাদেরকে বোঝানো হয়ে থাকে। তবে যাদের কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে এ বিষয়েও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের বিভিন্ন টিম করে দেয়া হয়েছে এবং বিভিন্ন ফর্ম তৈরি করে দেয়া হয়েছে। যারা আগামী জানুয়ারি থেকে নতুন ভোটার হবেন, সংশোধন করা প্রয়োজন এবং যারা স্থানান্তরিত হয়েছেন তাদের জন্য ফর্মের ব্যবস্থা করা হয়েছে। মোট কথা আমাদের যে ভোটার তালিকা আছে সেটাকে সময় উপযোগী করে তোলা।কিভাবে এই কাজটি করা হবে ? জানতে চাইলে তিনি নিউজ৩৯কে বলেন, আমাদের বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পূরণ করবে। যারা বাইরে থাকবে তাদেরকেও একটি নির্দিষ্ট সময় বলে দেবে এবং তারা ওই সময়ে বাড়িতে এসে তালিকাভুক্ত হবে।ভুয়া ভোটার চিহ্নিত করার লক্ষ্যে আপনারা কি পদক্ষে নেয়া হচ্ছে?এ ব্যাপারে তিনি নিউজ৩৯কে বলেন, ভুয়া ভোটার হবার কোনো সুযোগই নেই। কারণ আমাদের দৈত ভোটার চিহ্নিত করার মেশিন রয়েছে। যাদেরকে আমরা ভোটার হিসাবে তালিকায় আনি তাদেরকে আবার চেক করা হয়। যারা দুইবার ভোটা হবে তাদেরকে ভোটার তালিকা থেকে শুধু বাদই দেয়া হবে না পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলাও করা হবে। তিনি বলেন, গত বছর বেশ কয়েকজনকে দৈত ভোটার হিসাবে পাওয়া গিয়েছিল। তাদেরকে বাদ দেয়া হয়েছিল। আঙ্গুলের ছাপ, ছবি ইত্যাদির মাধ্যমে এবং বালাদেশের যে প্রান্তেই থাকুক না কেন কেউ দৈত ভোটার হলে অবশ্যই তারা আমাদের মেশিনের মাধ্যমে ধরা পড়বে। আর ভোটার তালিকা আমরা যাচাই-বাছাই করে এবং তালিকা থেকে দৈত নাম বাদ দিয়ে তারপর করা হয়।

আপনার মতামত দিন