দোহারে নব নিযুক্ত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

234

ঢাকার দোহার উপজেলায় নব-নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল করিম ভূঁইয়ার সাথে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দোহার উপজেলায় বর্তমান আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, অবৈধ দখলদার, বাল্য বিয়ে, দুর্নীতি, নদী ভাঙন ও অবৈধ বালু উত্তোরন ও বিক্রয়সহ বিভিন্ন সমস্যা নিয়ে মত বিনিময় সভায় আলোচনা করা হয়। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া জাহান, দোহার প্রেসকাব সভাপতি কামরুল হাসান, সহ- সভাপতি মঞ্জুর খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, অর্থ সম্পাদক মো. শাহ্জাহান, সদস্য আতাউর রহমান, শেখ সোহেল, আবু নাইম, মো. সুজন খান, দানিজ খান জুয়েল, রিপন খান, অলি আহমেদ, শামীম আরমান প্রমুখ।

আপনার মতামত দিন