দোহারে জাল টাকাসহ আটক এক জন

227

নিউজ৩৯ ♦ দোহার উপজেলার জয়পাড়ায় জাল নোটসহ সেকান্দার আকন্দ (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক কৃত সেকান্দার আকন্দ উপজেলার বিলাশপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের মমিন আকন্দের ছেলে। বুধবার বিকাল ৪টায় উপজেলাধীন ইসলামী ব্যাংক জয়পাড়া শাখায় টাকা জমা দেওয়ার সময় তাকে আটক করা হয়।

শাখা ব্যবস্থাপক মো. আলী আহসান নিউজ৩৯কে জানান, বুধবার বিকালে ইসলামী ব্যাংক জয়পাড়া শাখার একটি একাউন্টে ৫৬ হাজার টাকা জমা দিতে ক্যাশ কাউন্টাওে জমা দেন সেকান্দার আকন্দ। এ সময় কর্তব্যরত কর্মকর্তা তার জমাকৃত বান্ডেল থেকে ৮টি ১ হাজার টাকার জাল নোট সনাক্ত করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ সেকান্দার আকন্দকে পুলিশে সোপর্দ করে।
দোহার থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেকান্দার আকন্দ এর বিরুদ্ধে ১৯৭৪ সনের মুদ্রা আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন