দোহারে জাতীয় উন্নয়ন মেলা শুরু

364
দোহারে জাতীয় উন্নয়ন মেলা শুরু

বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার দর্শন,

“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ”

এই স্লোগানকে সামনে রেখেই ঢাকার দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী শুরু হলো উন্নয়ন মেলা-২০১৮।

উন্নয়ন মেলায় উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও তথ্য চিত্র-উপাত্ত প্রদর্শন করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। যে সব সরকারি দফতর, প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান এই উন্নয়ন মেলায় নিজেদেরকে স্টলের মাধ্যমে মেলে ধরেন সেগুলো হলো উপজেলা ভূমি অফিস, দোহার মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, উপজেলা মহিলাবিষয়ক অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, একটি বাড়ি একটি খামার, উপজেলা পরিসংখন অফিস, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সামাজিক বন বিভাগ, উপজেলা লিয়াজো অফিস, স্থানীয় সরকার ও প্রকৌশল অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল, উপজেলা আনসার ও ভিডিপি, দোহার থানা পুলিশ , উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা সাবরেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা দারিদ্র বিমোচন অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ফায়ার সার্ভিস, বাংলাদেশ ছাএলীগ ঢাকা জেলা দক্ষিন, দোহার উপজেলা ছাত্রলীগ, ফারেষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ কৃষি ব্যাংকের নেতৃত্বে সব সরকারি ও বেসরকারি ব্যাংক।

অন্য খবর  বশীর উদ্দিন ফাউন্ডেশনের ফ্রি ডায়াবেটিক ক্যাম্প

দোহারে জাতীয় উন্নয়ন মেলা শুরু

দোহার পৌরসভা, বিলাসপুর ইউনিয়ন, সুতারপাড়া ইউনিয়ন, নারিশা ইউনিয়ন, নয়াবাড়ি ইউনিয়ন, কুসুমহাটি ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, মুকসুদপুর ইউনিয়ন, রাইপাড়া ইউনিয়ন, জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলীসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও উপজেলার কলেজ ও স্কুলের শিক্ষকরা।

আপনার মতামত দিন