দোহারে জাটকা ধরার অপরাধে চারজন আটক

303

ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪ মণ নিষিদ্ধ জাটকা ও মা ইলিশসহ চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মৈনটঘাট ও বাংলা বাজার থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় মৈনটঘাট ও বাংলা বাজার এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ও মা ইলিশ বিক্রির সময়ে কার্তিকপুর গ্রামের মৃত নাসির বেপারীর ছেলে জিলু বেপারী, পালামগঞ্জ গ্রামের মৃত সরবেশ বেপারীর ছেলে লিয়াকত বেপারী, বাস্তা গ্রামের মৃত নিতাই রাজবংশীর ছেলে নিরঞ্জন রাজবংশী, পালামগঞ্জ গ্রামের ইউসুফ বেপারীর ছেলে ইমন আহাম্মেদকে আটক করে উপজেলা মৎস অধিদপ্তর।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের আদালত তিনজনকে দুই হাজার টাকা এবং ইমন আহাম্মেদকে এক হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছ স্থানীয় মেঘুলা জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা, ইসলামাবাদ জামিয়া এমদাদুল মাদ্রাসা ও শিলাকোঠা এমদাদুল-উলুম মাদ্রাসায় বিতরণ করা হয়।

আপনার মতামত দিন