দোহারে ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিলো শিক্ষক

858
দোহারে ছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দিলো শিক্ষক

ঢাকার দোহারে শিক্ষকের মারপিটে শুভ (১০) নামে এক ছাত্রের ডান হাত ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে ১০নং লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শিক্ষক তোফাজ্জল হোসেন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সমাপনী পরীক্ষার্থী শুভ নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আমান উল্যাহর ছেলে।

শুভোর সহপাঠী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গণিত ক্লাস চলাকালীন দুষ্টুমি করছিল শুভ। এতে শিক্ষক তোফাজ্জল হোসেন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বেত দিয়ে শুভকে পিটিয়ে আহত করেন। শিক্ষক ও অভিভাবকরা আহতাবস্থায় তাকে উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে যান।

ওই ক্লিনিকের চিকিৎসক তারেকুজ্জামান সোহাগ জানান, শুভ ডান হাতে মারাত্মক আঘাত পেয়েছে। তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম গুহ বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে কথা বলে এর ব্যবস্থা নেয়া হবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন বলেন, বিষয়টিতে জেনে শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত দিন