দোহারে করোনায় ২ জনের মৃত্যু; নতুন শনাক্ত ৪০

255
দোহারে করোনাভাইরাস

ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা ভাইরাসে দুই জনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে দোহার উপজেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ২০ জনে।  এবং দোহারে নতুন করে আরও ৪০ জনেরে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ জনে। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন মৃত্যুর ঘটনা  ও নতুন সংক্রমনের কথা নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার দোহার এলাকার মোরশেদ বেপারী (১১০) ও সুতারপাড়া গ্রামের মো. আলী (৬৪)। মোরশেদ বেপারী উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারীর পিতা।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার দোহার উপজেলা থেকে ৯৫টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪২ দশমিক ১১ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন আরো জানান, উপজেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাঝে করোনা থেকে সুস্থ্য হয়েছে ৮৮৪ জন।

আপনার মতামত দিন