দোহারে ওয়ারেন্টভুক্ত ৫ আসামী আটক

174

ঢাকার দোহার উপজেলায় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাকির(৩০), বাবুল(৬০), সাব্বির(২৪), ছালেহা বেগম(৪৮) এবং মাসুদা বেগমসহ ৫জন কে আটক করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হরিচন্ডি এবং দক্ষিণ জয়পাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাকির(৩০), বাবুল(৬০), সাব্বির(২৪), ছালেহা বেগম(৪৮) এবং মাসুদা বেগম সহ ৫জন কে আটক করে।

আটককৃত জাকির উপজেলার হরিচন্ডি গ্রামের বাবুল শিকদারের ছেলে, বাবুল গনি শিকদারের ছেলে, সাব্বির গগন শিকদারের ছেলে, ছালেহা বেগম গগন শিকদারের স্ত্রী এবং মাসুদা বেগম দক্ষিণ জয়পাড়া গ্রামের ফজল শেখের স্ত্রী।

আপনার মতামত দিন