বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য হওয়ায় দলের সাবেক দপ্তর সম্পাদক ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানকে সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী কিছু সংগঠন জয়পাড়ায় দলের উপজেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করে।  এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল একে একে সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিতে থাকে। নবাবগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন। আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল আনুষ্ঠানে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকি,  তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন, “দোহারে এসে আজ যে সংবর্ধণা দেখলাম তা তাত্ত্বিক অর্থে সংবর্ধণা নয়, প্রকৃতই এটা সংবর্ধণা। মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। ভাল লেগেছে মান্নান ভাইয়ের প্রতি এলাকার মানুষের ভালবাসা দেখে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মানুষটিকে যোগ্য আসনে বসিয়েছেন। “

তিনি আরও বলেন, “আমি জানি জনমানুষের চাওয়াকে বাস্তবায়ন করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রকৃতই মানুষের মনের কথা বুঝেন। এ কারনেই দ্রুতই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ়।  আমরা চাই বঙ্গবন্ধুর স্বপ্নের মতো একটি দেশ। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে এভাবে এগুতে থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে।“

অন্য খবর  বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল

দোহারে এ্যাড. আব্দুল মান্নান খানের সংবর্ধনা অনুষ্ঠানঅনুষ্ঠানে এ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেন, “এ মূহুর্তে আমার মৃত্যু হলেও আক্ষেপ থাকবে না। আমি আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেলাম তা ধরে রেখে আগামী দিয়ে আরও এগিয়ে যাব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সব দ্বিধাদ্বন্দ্বকে পেছনে ফেলে আওয়ামী লীগকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল করতে হবে। জনগণের সাথে আচার-আচরণ ভাল করতে হবে। কেননা অনেক বড় অর্জন একটি খারাপ কাজেই ধূলিস্যাৎ হয়ে যেতে পারে। “

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহ্বুবুর রহমান, সহ-সভাপতি ফজলুল হক, বজলুর রহমান কামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক হাসিনাদ্দৌলা, উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আনারকলি পুতুল প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহারে এ্যাড. আব্দুল মান্নান খানের সংবর্ধনা অনুষ্ঠান

আপনার মতামত দিন