দোহারে আটককৃত নব্য জেএমবির সদস্য মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র‍্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার

1500
দোহারে আটককৃত নব্য জেএমবির সদস্য মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র‍্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার

ঢাকার দোহারে আটককৃত জেএমবির সদস্যের তথ্যের ভিত্তিতে মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র‍্যাব অভিযান চালিয়ে দেশী অস্ত্র, কম্পিউটার সহ জিহাদী বই উদ্ধার করেছে।

আজ সোমবার বিকেলে দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকায় মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র‍্যাবের এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় মেজবাহর বাড়ীর ছাঁদ সহ বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন, ৭টি জেহাদী বই, বেশ কিছু সরকার বিরোধী লিফলেট, ৫টি চাপাতি, ২ টি ছোড়া, ২ টি ধারালো ডেগার ও একটি গ্র্যানডিং মেশিন উদ্ধার করেন।

র‍্যাব জানায় ২১ মার্চ বাড্ডা থানার নাশকতা মামলা ২৪, সন্ত্রাস বিরোধী আইনের আসামীদের দেয়া তথ্য মতে কেরাণীগঞ্জে, দোহার থেকে মেজবাহ ও তার সহোদর মাহফুজ, ও কেরানীগঞ্জ থেকে ফয়সাল আহমেদ তাইবুর (১৮) কে গ্রেপ্তার করা হয়।

দোহারে আটককৃত নব্য জেএমবির সদস্য মেজবাহ ও মাহফুজের বাড়ীতে র‍্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার

আদালতে সোপর্দ্দ পরবর্তী রিমান্ডের আবেদনের পর আদালত রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে মেজবাহ ও তার ভাই মাহফুজের নিজ হাতে দেশী অস্ত্র তৈরী করে বাড়ীতে গ্যালুকিয়ে রেখেছে জানালে র‍্যাব অভিযান পরিচালনা করে।  আসামীদের দেয়া তথ্য মতে তার তৈরী অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদী উদ্ধার করে।  র‍্যাব আরও জানায়, আসামীদের পরিকল্পনা ছিল তাদের তৈরী অস্ত্র অপরাপর জঙ্গীসহযোগীদের সরররাহ করে নাশকতা কার্য সম্পাদন করা।

অন্য খবর  জাতীয ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন নবাবগঞ্জের নাসিফ

উল্লেখ্য মেজবাহ’র সহযোগীতায় অপর আসামী ফয়সালকে গ্রেপ্তার করে র‍্যাব

আপনার মতামত দিন