দোহারে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাস

267
দোহারে অবৈধ ড্রেজার

দোহারে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার রোধে অভিযান চালিয়েছে প্রশাসন। উপজেলার বিলাসপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের নূরপুর মৌজায় বটিয়া খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে খালের মাটি কেটে বিক্রির বিষয়টি উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য ও এমপির প্রতিনিধি মসফিকুর রহমান লিমনকে অবহিত করা হয়। তার নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে প্রায় ২০০ মিটার পাইপ ও ২ টি ড্রেজার ধ্বংস করে দেয়।

এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায়, কোন মামলা হয় নি। এসময় সার্বিক সহযোগিতা করেন দোহার থানা পুলিশ প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসেন অভিযান চলমান থাকবে।

এর আগে চলতি বছরের অক্টোবর মাসে দোহারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

আপনার মতামত দিন