১৮ দলের ডাকা অবরোধের বিরুদ্ধে দোহার থানা আওয়ামীলীগ রবিবার দুপুর ১২টায় এক বিক্ষোভ মিছিল আয়োজন করে। তারা যুদ্ধাপরাধীদের বিচার এবং বিএনপি সহ ১৮ দলের ডাকা অবরোধের বিপক্ষে স্লোগান দেয়।
মিছিলটির নের্তৃত্ব দেন দোহার থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আ. মোতালেব। মিছিলে উপস্থিত ছিলেন জয়পাড়া বাজার কমিটির সেক্রেটারি সফিউদ্দিন আহম্মেদ, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুর রহমান, এছাড়াও শতাধিক দলীয় নেতা-কর্মী।
মিছিলটি দোহার উপজেলা কমপ্লেক্স থেকে শুরু করে ওয়ান ব্যাংক হয়ে দোহার উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়। এসময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁশির দাবী জানায়।
আপনার মতামত দিন
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)