দোহারে অগ্রনী ব্যাংকের কৃষি ঋন বিতরন

992
দোহারে অগ্রনী ব্যাংকের কৃষি ঋন বিতরন

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ও নয়াবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র ও প্রকৃত কৃষক এবং বর্গাচাষীদের মাঝে প্রকাশ্যে ঋন বিতরন করেছে অগ্রনী ব্যাংক আন্তা বাহ্রা শাখা। ২২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায়  কুসুমহাটি ইউনিয়ন পরিষদ ভবনে কৃষকদের মাঝে এই ঋন বিতরন করা হয়।

২০১৬/১৭ অর্থ বছরে কৃষি ভিত্তিক অর্তনীতি গড়ার লক্ষে সহজ শর্তে কৃষকদের  ঋন বিতরন করবে অগ্রনী ব্যাংক। অগ্রনী ব্যাংকের আন্তা বাহ্রা শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অগ্রনী ব্যাংকের ঢাকা দক্ষিন আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর মন্ডল। আরো উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংকের ঢাকা দক্ষিন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ইউপি সচিব কাজী জামাল উদ্দিন, ইউপি সদস্য শাহ্ স্বপন প্রমূখ।

আপনার মতামত দিন