দোহার প্রেসক্লাবের সভাপতি মু,তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী

41

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন news39.net এর সম্পাদক মু,তারেক রাজীব ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আতাউর রহমান সানী। প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এ নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মুক্ত পরিবেশে নি:শ্বাস নিতে পারছেন বলে অভিমত ব্যক্ত করেছেন অনেক সদস্য। সাংবাদিকদের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের জগদ্দল পাথর অপসারিত হলো বলে এলাকাবাসীও মনে করেন। নব কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাহবুবুর রহমান টিপু(সিনিয়র সহ সভাপতি), অলি আহাম্মেদ(সহ সভাপতি),আবু নাইম মোহাম্মদ তাইমিয়া(যুগ্ম সাধারন সম্পাদক),শরীফহাসান(কোষাধ্যক্ষ), মো:আল আমীন হোসাইন(ক্রীড়া সম্পাদক),নাজনীন শিকদার(দপ্তর সম্পাদক),মো:কামাল হোসেন(তথ্য ও গবেষণা),মো:আসাদ মাহমুদ(প্রচার ও প্রকাশনা)।

নতুন কমিটির হাত ধরে সত্য,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দোহারবাসী আরো ভালো কিছু পাবে বলে কমিটির সভাপতি মু,তারেক রাজীব সকলকে আশ্বস্ত করেছেন।

আপনার মতামত দিন