দেশ স্বাধীন হয়েছে, দ্রুত নির্বাচন দিন – দোহারে রুহুল কবির রিজভী

77
দেশ স্বাধীন হয়েছে, দ্রুত নির্বাচন দিন - দোহারে রুহুল কবির রিজভী

দোহার (ঢাকা) প্রতিনিধি: শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগনের টাকা। তিনি বলেন, যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে সেখানে ভারত নতুন করে খুনী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোন মিছিল মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে,তাই বর্তমান সরকার সময় বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশ বাকি সংস্কার করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন। বলেন, শহিদ জিয়উর রহমান একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বধীনতার ঘোষনা দিয়ে দেশের মানুষকে উজ্জিবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠণ হবে।

অন্য খবর  একাদশে ভর্তি আবেদন শুরু ১০ আগস্ট

জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।

আপনার মতামত দিন