দুবলি বাজারে বিডিক্লিন দোহার এর পরিচ্ছন্নতা অভিযান

348
দুবলি বাজারে বিডিক্লিন-দোহার এর পরিচ্ছন্নতা অভিযান

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে ‘বিডিক্লিন-দোহার’ এর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে৷ ২৫ শে ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানের শুরুতেই সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান ‘বিডিক্লিন-দোহার’ এর অন্যতম সদস্য চাঁদনি ভুইয়া। পরে চারটি গ্রুপে বিভক্ত হয়ে দুবলি বাজার এবং তার চারপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। দোহারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এবারের কর্মসূচি পালিত হয়। এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে বলেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

সংগঠনটির প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রবীণ স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নবীনদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এলাকার লোকজনেরও সরব উপস্থিতি ছিল।

আপনার মতামত দিন