আজ দুদকে হাজিরা দিচ্ছেন ইঞ্জিনিয়ার মেহবুব

704
ইঞ্জিনিয়ার মেহবুব

দুদকে হাজিরা দিচ্ছেন ইঞ্জিনিয়ার মেহবুব। মেঘনা–গোমতী সেতুর টোল আদায় সংক্রান্ত দূর্নীতি ও জঙ্গী অর্থায়নের অভিযোগে দোহার উপজেলা উপ-নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব কে আজ দূর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয় বলে দুদকের উপ-কমিশনার মাহবুবুল আলম জানান নিউজ৩৯-কে।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আমি যেন নির্বাচনের দিন দোহারে না থাকি এবং আমার এজেন্টরা ভয়ে কেন্দ্র ছেড়ে দেয় সে উদ্দেশ্যে এই অভিযোগ। আমি জনগণের সাথে ছিলাম, আছি, থাকবো ।

আপনার মতামত দিন