দুই বছরের জন্য মেসি ইন্টার মায়ামির

24
দুই বছরের জন্য মেসি ইন্টার মায়ামির

সব কিছুই আগে থেকেই চূড়ান্ত হয়েই ছিল, বাকি রয়ে যাওয়া আনুষ্ঠানিকতাও এবার সম্পন্ন। দুই বছরের জন্য এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির ফুটবলার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি। মায়ামির পক্ষ থেকে শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে মেসির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। মেসিকে দলে যুক্ত করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে মায়ামির অন্যতম মালিক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম বলেছেন, মেসির ইন্টার মায়ামিতে আসা ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার’।sex toys for women
braided wigs
full lace wigs
lace front wigs
custom soccer jerseys
cheap nfl jersey
customized jerseys
sex toys for women
black nike air max
nike air max 95
nfl jerseys
nike air jordan sale
premium jerseys
lovense sex toy
wholesale wigs

ইন্টার মায়ামির অন্যতম স্বত্বাধিকারী হোর্হে মাস ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, লিও মেসি ও তার পরিবারকে নতুন ঠিকানায় স্বাগত জানিয়ে সম্মানিত বোধ করছি। ২০১৮ সালে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমাদের ক্লাবকে এমন পর্যায়ে উন্নীত করবো যে বিশ্বের সেরা ফুটবলারদের কাছে এটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। এমন এক ক্লাব হবে যা আমেরিকান ফুটবল সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। আর যেখানেই ফুটবল নিয়ে কথা হবে, সেখানেই আপনাদের আলোচনার একটি অংশ হবে ইন্টার মায়ামি। সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য।

আপনার মতামত দিন