পদ্মার ক্রমাগত পানি বৃদ্ধির ফলে পানির চাপে শনিবার বিকালে নবাবগঞ্জের তিতপালদিয়া সুইচগেটে ভাঙ্গন দেখা দেয়। পরে রাতে এলাকাবাসী, সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের তড়িৎ পদক্ষেপে ভাঙ্গন রোধ করা সম্ভব হয়।
পদ্মায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের সব বাধের মুখ খুলে দেয়ায় পদ্মায় পানি ক্রমাগত বুদ্ধি পায়। এর মাঝে ইছামতি ও কালিগঙ্গা নদীর উৎসমুখ নামে পরিচিত তিতপালদিয়া সুইচ গেট দিয়ে পানি প্রবাহ বৃদ্ধি পায়। কিন্তু ক্রমাগত পানি প্রবাহ বৃদ্ধির ফলে গতকাল বিকালে হঠাৎ করেই তিতপালদিয়া সুইচ গেটের রাস্তার উপর দিয়ে পানি কোঠাবাড়ির চকের ভেতর পরতে থাকলে সুইচ গেটে ভাঙ্গন দেখা দেয়। ফলে আতঙ্কিত এলাকাবাসী বস্তা দিয়ে প্রাথমিক ভাবে চেষ্টা করলেও সেটা কাজ না করলে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর একটি বিশেষ দল রাতেই প্রাণন্তকর প্রচেষ্টার মাধ্যমে ভাঙ্গন প্রতিরোধ করে। ফলে রক্ষা পায় ইছামতির মুখ বলে পরিচিত এই সুইচ গেটটি।
এবং পরবর্তীতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সুইচ গেটের উপর দিয়ে জারনবাহন চলাচল নিষিদ্ধ করা হয়।