ঢাকায় আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

18

আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় আয়োজিত হতে যাচ্ছে কনসার্ট ‘ম্যাজিক্যাল নাইট’। কনসার্টে পারফর্ম করবেন কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়সহ তালপাতার সেপাই, অর্ণব, মেঘদল এবং হাতিরপুল সেশনসহ আরও অনেকে। কনসার্টটি আয়োজন করবে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
কনসার্টটি আয়োজন করবে ট্রিপল টাইম কমিউনিকেশনস। ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ম্যাজিকাল নাইট এর মূল লক্ষ্য মূলত দুই বাংলার সঙ্গীত প্রেমীদের এক ছাদের নিচে এনে বিশেষ অভিজ্ঞতা দেওয়া। দুই দেশের গান-শিল্প-সংস্কৃতির মাঝে যোগসূত্র স্থাপনে এমন আরও আয়োজন হওয়া দরকার বলে মনে করে আয়োজক প্রতিষ্ঠানটি।

আপনার মতামত দিন