ঢাকা – ১ আসনের স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত ইতিহাস

    984

    ঢাকা-১ সংসদীয় আসনের পুনর্বিন্যাস চাওয়ার আগে এই আসনটির সংক্ষিপ্ত ইতিহাস ধরে রাখা সমীচীন মনে করে নিন্মে অতি সংক্ষেপে উপস্থাপন করা হলো।

    আসন ঢাকা-০১-১৯৭০ এর নির্বাচন

    * দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ নিয়ে গঠিত জাতীয় পরিষদ MNA (Member of National Assembly)
    * বিজয়ী : আশরাফ আলী চৌধুরী, আওয়ামীলীগ, প্রতীক–নৌকা।
    * নিকটতম : আতাউল হক খান মুসলিম লীগ, প্রতীক- হারিকেন।
    * দোহারে MPA ( Member of Provincial Assembly) এ্যাডভোকেট রফিউদ্দিন আহমেদ, আওয়ামীলীগ, নৌকা প্রতীক।
    * নবাবগঞ্জে MPA ( Member of Provincial Assembly) সুবিদ আলী টিপু- আওয়ামীলীগ, নৌকা প্রতীক।
    * কেরানীগঞ্জে MPA ( Member of Provincial Assembly) অধ্যাপক হামিদুর রহমান, আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    বি:দ্র: স্বাধীনতার পর বঙ্গবন্ধু সকল MNA এবং MPA এর সমন্বয়ে MLA (Member of Legislative Assembly) গঠন করে সংবিধান রচনার দায়িত্ব প্রদান করেন। আশরাফ আলী চৌধুরী সারা পাকিস্তানে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

    আসন ঢাকা-০১-১৯৭৩ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার থানার ৭টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : এ্যাডভোকেট রফি উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।
    নিকটতম : আঃ হাই- ন্যাপ, কুড়েঘর প্রতিক।

    অন্য খবর  দোহারে নির্বাহী কর্মকর্তার জন্য দরিদ্র মেধাবী ছাত্র রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

    আসন ঢাকা-০১-১৯৭৯ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার থানার ৭টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : ক্যাপ্টেন নুরুল হক, বিএনপি, ধানের শীষ প্রতীক।
    নিকটতম: ইবাদুল ইসলাম, ইউনাইটেড পিপলস্ পার্টি (UPP) গরুর গাড়ী।

    আসন ঢাকা-০১-১৯৮৬ এর MP(Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : শহীদ আহমেদ খন্দকার, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক।
    নিকটতম: মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    আসন ঢাকা-০১-১৯৮৮ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : শহীদ আহমেদ খন্দকার, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক।
    নিকটতম:আবেদ হোসেন, জাসদ , মশাল। 

    আসন ঢাকা-০১-১৯৯১ এর MP (Member of parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : ব্যারিষ্টার নাজমুল হুদা, বিএনপি, ধানের শীষ প্রতীক।
    নিকটতম: মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    আসন ঢাকা-০১-১৯৯৬ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি এবং নবাবগঞ্জের ৩টি (জয়কৃষ্ণপুর, বারুয়াখালী ও শিকারী পাড়া) ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : ব্যারিষ্টার নাজমুল হুদা, বিএনপি, ধানের শীষ প্রতীক।
    নিকটতম: হাসেম আলী, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    অন্য খবর  আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল

    আসন ঢাকা-০১-২০০১ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত।
    বিজয়ী : ব্যারিষ্টার নাজমুল হুদা, বিএনপি, ধানের শীষ প্রতীক।
    নিকটতম: সালমান এফ রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    আসন ঢাকা-০১-২০০৮ এর MP (Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও নবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : এ্যাডভোকেট আবদুল মান্নান খান, বাংলাদেশ আওয়ামীলীগ, নৌকা প্রতীক।
    নিকটতম: আব্দুল মান্নান, বিএনপি, ধানের শীষ প্রতীক।

    আসন ঢাকা-০১-২০১৪ এর MP(Member of Parliament) নির্বাচন:
    দোহার উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও নবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
    বিজয়ী : সালমা ইসলাম, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক।
    নিকটতম: এ্যাড: আব্দুল মান্নান খান, আওয়ামীলীগ, নৌকা প্রতীক।

    আপনার মতামত দিন