ট্রেইনি চিকিৎসকরা শহীদ মিনারে অনশনে

23

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও গণঅনশনে বসেছেন ট্রেইনি চিকিৎসকরা। রোববার (৯ জুলাই) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মবিরতি ও অনশন পালন করছেন তারা।

ট্রেইনি চিকিৎসকরা জানান, তারা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাঁদের।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন  দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘ছয় মাস ধরে আমাদের সমস্যাগুলো জানাতে এবং ভাতা বাড়াতে সরকারের নানা দপ্তরে যাচ্ছি। সবাই বলছেন, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু সে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে কর্মবিরতির ডাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এফসিপিএস, এমডি, এমএস ডিপ্লোমা কোর্সের ডিগ্রিধারী এ চিকিৎসকরা মাত্র ২০ হাজার টাকা মাসিক ভাতা পান। তাঁদের দাবি, সরকারি অন্য পেশার লোকজন অনেক বেশি বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা অবহেলার শিকার। তাঁদের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল। এ কারণে তাঁদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা।

অন্য খবর  খোলা সয়াবিন তেল বিক্রি হবে আরও ৬ মাস

 

আপনার মতামত দিন