খোলা সয়াবিন তেল বিক্রি হবে আরও ৬ মাস

7
খোলা সয়াবিন তেল বিক্রি হবে আরও ৬ মাস

বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ হতে সময় লাগবে আরও ছয় মাস। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ কথা জানিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে সংস্থাটির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে খোলা সয়াবিন তেলে বিক্রি কার্যক্রম আরও ৬ মাস চলার অনুমতি দেয়া হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ভোক্তা অধিকার। এ লক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসির সাথে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়েছে। ৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংগ্রহণ করবে। আগামী শুক্রবার (১১ আগস্ট) বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

আপনার মতামত দিন