জয়পড়ায় জামায়াতে ঝটিকা মিছিল

264

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাকা সকাল সন্ধা হরতালের সমর্থনে মিছিল করেছে দোহার উপজেলা জামায়াত ইসলাম। মাগরিবের নামাজের পর লটাখোলা করমআলীর মোড় থেকে জয়পড়া বাজার ব্রীজ পর্যন্ত এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দোহার উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল নুরে আলম ঝিলু। এসময় অবিলম্বে কাদের মোল্লার মুক্তি দাবি করা হয়। এসময় দোহার উপজেলা জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন