জয়পাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

232

ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়ায় গত শুক্রবার জামিম নামে ৬ বছরের একটি শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত জামিম পাইলট বাড়ীর শামসুদ্দিন আহমেদের নাতি ও তার বাবার নাম মামুদুল। সে অক্সফোর্ড বেবী কেয়ার স্কুলের প্লে’র ছাত্র।

শুক্রবার দুপুরে বাড়ীর পাশে  বাইসাইকেল চালাতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এরপর অনেক  খুজাখুঁজির পর জামিমকে পাওয়া যায় নি। পরে তাকে উপস্থিত লোকজন পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

জামিমের মৃত্যুতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আপনার মতামত দিন