জয়পাড়া পাইলটে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা ফেরত দাবি ছাত্র-ছাত্রীদের

222

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা ফেরত না দেওয়ায় দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে।

এসএসসি পরীক্ষার্থীরা জানায়, সম্প্রতি বোর্ড নির্ধারিত অতিরিক্ত টাকা ফেরত চেয়ে শিক্ষার্থীরা ইউএনও নুরুল করিম ভূঁইয়া বরাবর লিখিতভাবে আবেদন করে। পরে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাক আহমেদের কাছে টাকা ফেরত চাইলে তিনি তা নাকচ করে দেন।

এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে রাস্তায় যানবাহন আটকে ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দোহার থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হক আশ্বস্ত করলে তারা শান্ত হয়।

পরীক্ষার্থী মো. সোহেল বলে, ফরম পূরণের কথা বলে প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে ৬ হাজার টাকা করে নিয়েছেন। আমরা অতিরিক্ত টাকা ফেরত চাই। 

এ ব্যাপারে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাক আহমেদ জানান, পরীক্ষার্থীদের কাছ কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি।

দোহারের ইউএনও নুরুল করিম ভূঁইয়া বলেন, পরীক্ষার্থী ও শিক্ষকদের ডাকা হয়েছে। এক সঙ্গে বসে সামাধান করা হবে।

আপনার মতামত দিন