জয়পাড়া পাইলটে আলোর তরী’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

1214

আজ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল “আলোর তরী-Alor Tori” আয়োজনের সভাপতিত্ব করে কাজে উৎসাহ দিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক  হায়াত আলী মিয়া।  আয়োজনের শুরু থেকে কর্মসূচীতে রসদ যুগিয়েছেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নজরুল ইসলাম স্যার। আয়োজনে যারা সহযোগিতা করেছেন: আজকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উপস্থিত ভলান্টিয়ারের তালিকা: এ্যাকটিভ ভলান্টিয়ার: ১।জাকিরুল ইসলাম সোহেল(ঢাকা) ২।সামিরা ৩।মাসুদ(ঢাকা) ৪।আব্দুর রহমান(ঢাকা) ৫।ইব্রাহিম ৬।শ্যামল ৭।সাঈদ ৮।আমিনুল ৯।রহমান(দোহার) ১০।সৈকত ১১।ইয়াসিন ১২।সায়েবা ইনএ্যাকটিভ ভলান্টিয়ার: ১।কৃশ্নো ২।আরিফ ৩।কালাম ৪।সাব্বির ৫।রাজু সহযোগিতা করেছেন: বেলা ১২:০০ থেকে কর্মসূচী শুরু করে বিকাল ৫:০০ পর্যন্ত ২০০

জনের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়”আলোর তরী”! আয়োজনের স্পন্সর ছিল:IHT,Dhaka;সুমন স্যার (খিঁলগাও),তাসকিন আহমেদ নাসির! “নতুন কুড়িকে সুযোগ দাও, পুরনো ফুলের যত্ন না।”, শিরোনামে কাজ করছে আলোর তরী। ঢাকার কতগুলো বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবক শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই সংগঠনটি একটি ভ্রাম্যমাণ স্কুল এবং একটি বৃদ্ধাশ্রমে নিয়মিত সহযোগীতার পাশাপাশি নানা ধরনের সেবামূলক কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে দোহারে “১০০% প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ” প্রকল্পের কাজ শুরু করেছে এই সংগঠনটি। “এই দেশের প্রতিটি শিশু লিখতে পারবে,প্রতি বয়স্ক শিশু হাসতে পারবে” এই লক্ষ্যভেদ করার সংকল্প নিয়ে কাজ করতে চায় এই সংগঠনটি। সবার কাছে দোয়া এবং সহযোগিতা প্রার্থী!

আপনার মতামত দিন