জলকম্পে কাঁপলো দোহার নবাবগঞ্জ

287

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠলো দোহার নবাবগঞ্জের জলাশয়গুলো।

বুধবার দুপুর পৌনে তিনটায় ভূমিকম্পটি শুরু হয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে। বুধবার দুপুর ২টা ৪৪ ও ৪৭ মিনিটে দুই দফায় এই কম্পন অনুভূত হয়।

জানা যায়, সবখানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

আবহাওয়াবিদদের মতে, সুনামির আঘাত হানতে পারে বঙ্গোপসাগরসহ পদ্মা নদীতে। বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন দোহার নবাবগঞ্জবাসী।
ঢাকার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎস জানাতে পারে নি।

তবে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএস জানিয়েছে, ৮ দশমিক ৮ মাত্রার প্রবল ভূকম্পনটির উৎপত্তি ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ৩১৫ কিলোমিটার দূরে।

পরবর্তীতে জানা গেছে ভূমিকম্পের উৎস ইন্দোনেশিয়া, সেখানে সুনামির সতর্কবার্তা দেয়া হয়েছে।

আপনার মতামত দিন