৯ ছাত্রের বাসায় বহিস্কারপত্র প্রেরণ: স্কুলকে উকিল নোটিশ

554

জয়পাড়া পাইলট ‌উচ্চ বিদ্যালয়ের ৯ ছাত্রকে ব্যবস্থাপনা কমিটির দেয়া বহিস্কারপত্র রেজিস্টার ডাক যোগে তাদের বাসায় পাঠানো হয়েছে।

এদিকে ছাত্রদের বহিস্কার প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠিয়েছে বহিস্কার পাওয়া ছাত্রদের অভিভাবকরা। বিদ্যালয়ের ‘শৃঙ্খলা ভঙ্গে’র দায়ে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ ছাত্রকে বহিস্কার করে স্কুল কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তায় পড়েছে ওই ছাত্রদের শিক্ষা জীবন।

জয়পাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ পত্র পাঠানোর ব্যাপারে নিউজ৩৯.নেট-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি সম্পূর্ন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে।

অপরদিকে বিদ্যালয়কে উকিল নোটিশ পাঠানো হয়েছে, এখন স্কুলের ব্যবস্থাপনা কমিটি তার ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

আপনার মতামত দিন