নবাবগঞ্জের চুড়াইনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা করেছেন চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে চুড়াইন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজি আব্দুল জলিল বেপারির পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চুড়াইন ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল বাসেদ পারমাণিক এতে সভাপতিত্ব করেন। এসময় বক্তারা চুড়াইন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য অঙ্গীকার করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ন, আ.লীগ নেতা হাজি শহিদুল্লাহ দুলাল, মোয়াজ্জেম হোসেন সিকদার, আবুল হোসেন মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন বাবু প্রমুখ।
আপনার মতামত দিন