গোল্লায় ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট

368

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোটগোল্লা গ্রামে শুরু হচ্ছে ‘ছোটগোল্লা প্রিমিয়ার লিগ (সিপিএল)’ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট। ২০০৭ সালে শুরু হওয়া টুর্নামেন্টির ষষ্ঠ আসর বসতে যাচ্ছে আগামী ৩ অক্টোবর।

ক্রিকেটের নতুন সংস্করণ টি২০ এর অদলে ১০ ওভার করে  খেলা হয়। টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল:

গ্রুপ এ:

ছোটগোল্লা কিং কোবরা

ছোটগোল্লা টাইগারস

ছোটগোল্লা আনটাইটেল

গ্রুপ বি:

ছোটগোল্লা কিংস

ছোটগোল্লা ব্ল্যাক মাম্বা

ছোটগোল্লা সুপার কিং

ফাইনাল খেলা হবে ১০ অক্টোবর সকাল দশটায়। প্রথম আসরে শুধু ছোটগোল্লার খেলোয়ারদের নিয়ে টুর্নামেন্ট হলেও দ্বিতীয় আসর থেকে আশে পাশের সকল গ্রামের জন্য দ্বার খুলে দেওয়া হয় ”সি.পি.এল”-এর। নিয়মিত চলে আসা এই টুর্নামেন্টটি স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। আয়োজকরা এবারও আকর্ষণীয় আয়োজনের প্রত্যাশা করছেন। খেলার ফিক্সার:  

Cricket at Chutogolla

আপনার মতামত দিন