কারাগারে কথিত পীর মতিউর রহমান ওরফে হজবাবা

737

অবশেষে কারাগারে মতিউর রহমান ওরফে হজবাবা। একবছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী অনুষ্ঠান টিম আন্ডারকভারে, হজের নামে ভন্ডামির ছবি প্রচারিত হয়।

একমাসের অনুসন্ধানে তুলে আনা হয়, মানুষ হয়ে মানুষের সেজদা নেয়াসহ হজবাবার ভন্ডামির নানা দিক। দীর্ঘদিন ধরে পলাতক হজবাবা মতিউর রহমান দোহার থানার প্রতারণা মামলায় গত ৮ আগষ্ট মংগলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্ন-সর্ম্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

আপনার মতামত দিন