এসএসসি উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ দোহারে ট্যালেণ্টপুলে ১০ ও সাধারণ গ্রেডে ২১ বৃত্তি

524

এসএসসি উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের তালিকা প্রকাশঃ দোহারে ১০ জন ট্যালেণ্টপুলে ও ২১ জন সাধারণ গ্রেডে বৃত্তি

নিউজ৩৯, আছিফুর রহমানঃ ঢাকা শিক্ষা বোর্ডের  অধীনে এসএসসি উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি পাবেন। বই পত্র ও যন্ত্রপাতি কেনার অনুদান হিসাবে  মেধাবৃত্তি প্রাপ্ত প্রত্যেক   শিক্ষার্থী বাৎসরিক ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী  বাৎসরিক ৪৫০ টাকা এককালীন অর্থ সাহায্য পাবেন। দোহার থেকে ১০ জন ট্যালেণ্টপুলে ও ২১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সবচেয়ে ভালো ফলাফল মুকসুদপুর শামসুদ্দীন শিকদার উচ্চ বিদ্যালয়ের; এখান থেকে ৪ জন ট্যালেণ্টপুলে ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন। সরকারি অনুদানপ্রাপ্ত ও শিক্ষা বোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করতে পারবে না।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনামতে ছাত্র ও ছাত্রী উভয়ের মধ্যে ৫০ শতাংশ বণ্টনকৃত। এ বৃত্তিগুলোর মেয়াদ ২০১৮ খ্রিস্টাব্দের জুলাই মাস হতে ২০২০ খ্রিস্টাব্দের জুন পর্যন্ত দুই বছর। তবে অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।

অন্য খবর  নটরডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতার মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

কোনো কারণে অর্থবছরের নির্দারিত সময় পার হয়ে গেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন নিয়ে  সর্বোচ্চ এক বছরের তামাদি বা বকেয়া বৃত্তি প্রদান করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির টাকা উত্তোলন করে বৃত্তিধারীদের মধ্যে বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বোর্ড কর্তৃপক্ষ।

বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. আরাফাত হোসেন – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

২. পারভেজ আহমেদ – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৩. শাকিল মাহমুদ সজীব – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

মানবিক বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. সুমাইয়া মেহেরিন – কবি নজরুল উচ্চ বিদ্যালয়

২. সামিয়া আক্তার – কাটাখালি মেছের খান উচ্চ বিদ্যালয়

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. মনির হোসেন – বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়

২. ফয়সাল আহমেদ রাতুল – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৩. সাবিহা সুলতানা – লটাখোলা আজাহার আলী উচ্চ বিদ্যালয়

৪. আরিফা আক্তার – নারিশা উচ্চ বিদ্যালয়

৫. অপর্ণা শীল – বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়

বিজ্ঞান বিভাগে সাধারণ বিভাগে  বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. রাকিব হোসেন – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

২. ইমরান খান – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৩. মিহাদ হোসেন – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

অন্য খবর  ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ

৪. মেহজাবিন সুলতানা – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৫. শায়লা আক্তার শাম্মী – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৬. আফসানা মিম অর্পা – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

মানবিক বিভাগে সাধারণ বিভাগে  বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. শেখ হিমেল – নারিশা উচ্চ বিদ্যালয়

২. পান্নু বণিক – লটাখোলা আজাহার আলী উচ্চ বিদ্যালয়

৩. মোঃ আলী –  মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৪. রওশানারা আলিফ – কবি নজরুল উচ্চ বিদ্যালয়

৫. সাদিয়া আক্তার আশা – কবি নজরুল উচ্চ বিদ্যালয়

৬. খাদিজা আক্তার পলি – কবি নজরুল উচ্চ বিদ্যালয়

৭. সায়মা আক্তার শিপ্রা – কাটাখালি মেছের খান উচ্চ বিদ্যালয়

ব্যবসায় শিক্ষা বিভাগে সাধারণ বিভাগে  বিজ্ঞান বিভাগ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন যারাঃ

১. তারিকুল ইসলাম – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

২. মোঃ আশরাফ – মালিকান্দা মেঘুলা স্কুল এণ্ড কলেজ

৩. বিক্রম ভট্টচার্য – জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়

৪. আরাফাত হোসেন শুভ – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৫. মোঃ জমির – লটাখোলা আজাহার আলী উচ্চ বিদ্যালয়

৬. ফাহিম শেখ সিয়াম – লটাখোলা আজাহার আলী উচ্চ বিদ্যালয়

৭. রিফাত হোসেন – মুকসুদপুর শামসুদ্দীন উচ্চ বিদ্যালয়

৮. তৃপ্তি খানম – বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়

আপনার মতামত দিন