এটি একটি ডাকঘর: বিশ্বাস করুন আর নাই করুন

399

স্টাফ রিপোর্টার: দোহার উপজেলার নয়াবাড়ি ও কুসুমহাটি ইউনিয়নের আংশিক এলকার জন্য স্থাপিত ডাকঘরের বর্তমানে বেহাল অবস্থা। এটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি ডাকঘর।

১৯৮৮ সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিখ্যাত বাহ্রা বাজারের সাথে সাথে দক্ষিন বাহ্রা ডাকঘরও নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপর এই পোস্ট অফিস আন্তা গ্রামের নাসির মিলিটারির বাড়িতে অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হয়। কিন্ত তারপর দীর্ঘ ২০ বছরেরও হয়নি ডাকঘরটির নির্দিষ্ট কোন অফিস। জোড়া তালি দিয়ে চলছে এই পোস্ট অফিসটির কার্যক্রম।

যে ঘরটিতে চলছে পোস্ট অফিসটির কার্যক্রম সেই ঘরটিতে নেই কোন আসবাবপত্র নেই কোন বেড়া। ঘরটি এলাকাবাসী তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যবহার করে।

এই পোস্ট অফিসের পিয়ন শ্রী মেঘলাল সরকার। ৮৫ বছর বয়সে তিনিই চালাচ্ছেন এই ডাকঘরের কার্যক্রম। তিনি নিউজ ৩৯ এর প্রতিনিধিকে জানান বর্তমানে চিঠিপত্র পূর্বের মত আসে না। আসে শুধু কিছু বই আর তালাকনামা। তাছাড়া সরকার থেকেও দেয়া হয় না কোন সুযোগ সুবিধা, তাই নিয়োগ হচ্ছে না নতুন কোন পিয়ন।

এই এলাকার অন্যতম প্রয়োজনীয় এই ডাকঘরের আশু উন্নতি দাবি করেছেন ভুক্তভোগি জনগন।

আপনার মতামত দিন