একাত্তর টিভির শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

শাকিল আহমেদের বিরুদ্ধে গতকাল রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ করেছেন দীপ্ত টিভির সংবাদ পাঠিকা তৃণা ইসলাম। একাত্তর টিভির হেড অফ নিউজ হিসেবে কর্মরত আছেন শাকিল আহমেদ। তিনি বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপার স্বামী।

602

শাকিল আহমেদের বিরুদ্ধে গতকাল রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ করেছেন দীপ্ত টিভির সংবাদ পাঠিকা তৃণা ইসলাম। একাত্তর টিভির হেড অফ নিউজ হিসেবে কর্মরত আছেন শাকিল আহমেদ। তিনি বিতর্কিত সাংবাদিক ফারজানা রুপার স্বামী। অভিযোগে তৃণা দাবি করেন শাকিলের সাথে সম্পর্ক ছিল একাত্তর টিভির আরেক বিতর্কিত উপস্থাপিকা নাজনীন মুন্নির।মূলত নাজনীন মুন্নির সাথে সম্পর্ক ছেদের কথা বলেই তৃণার সাথে সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেন শাকিল। তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে তৃণার সাথে নিয়মিত শারীরিক সম্পর্ক করতে থাকেন শাকিল, যার ফলশ্রুতিতে তৃণা গর্ভবতী হয়ে পড়েন। গর্ভবতী অবস্থাতেই তৃণা যুক্তরাজ্যে চলে যান, পরে শাকিলের আশ্বাসে আবার দেশে ফেরত আসেন। কিন্তু শাকিল তাকে গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য করেন। শাকিল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তৃণাকে বিয়ে করেনি ,উপরন্তু তৃণার সাথে সম্পর্ক রাখতেই তিনি অস্বীকৃতি জানান। এমতাবস্থায় নিরুপায় হয়ে শাকিলের প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার চেয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণা। গুলশান থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নারী ও শিশু নির্যাতন আইন ৯-এর ১ ধারায় মামলা করা হয়েছে।এদিকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১২টায় ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে। এ বিষয়ে বক্তব্য জানতে শাকিল আহমেদের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাননি। তিনি কারো ফোন ধরছেন না।

অন্য খবর  আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ এখন ঢাকায়

 

আপনার মতামত দিন