উচ্ছ্র্ংখলতা হলে র‍্যাগ ডে নামক অনুষ্ঠান দোহার-নবাবগঞ্জে বন্ধ করে দেয়া হবে – চেয়ারম্যান আলমগীর হোসেন

521

স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আলমগীর হোসেন news39.net কে বলেছেন, র‍্যাগ ডে’র অন্তরালে উচ্ছ্র্ংখলতা হলে, অশালীন কিছু হয়ে থাকলে, আমরা দোহার নবাবগঞ্জ উপজেলায় এটি বন্ধ করে দিবো। এধরণের কর্মকান্ড আমি ঘৃণার দৃষ্টিতে দেখি।
তিনি আরও বলেন, ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় inhuman, cruelty & unethical এই শব্দত্রয় ব্যবহার করে র‍্যাগ ডে নিষিদ্ধ করে। আমরা এসব প্রতিরোধ করবো।

তিনি আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও ম্যানেজমেন্টদের সাথে বসে, প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

আপনার মতামত দিন