ইতিহাসের এই দিনে: ১৬ জুলাই

335

ইতিহাসের এই দিনে: ১৬ জুলাই

৬২২: হিজরী সন গণনা শুরু হয়।

১৮৭২: প্রথমবার দক্ষিণ মেরুতে পৌছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন জন্মগ্রহণ করেন।

১৯১৮: বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।

Nicholas2

ছবি: জার নিকোলাস দ্বিতীয় ও তার পরিবার

১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহড়ে সাক্ষাৎ করেন।

১৯৭৩: দক্ষিণ আফৃকার কৃকেটার শন পোলক জন্মগ্রহণ করেন।

১৯৭৯: হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।

১৯৮১: মাহথির মোহাম্মদ মালয়শিয়ার ৪র্থ প্রধানমন্ত্রী হন।

আপনার মতামত দিন