ইতিহাসের এই দিনে: ০৩ জুলাই

475
ইতিহাসের এই দিনে

০৩ জুলাই: বছরের ১৮৫ তম দিন (অধিবর্ষে)

১৬০৮: স্যামুয়েল ডি চ্যাম্পলিন কর্তৃক কানাডার কুইবেক সিটির পত্তন হয়।

১৭৬৭: এখন পর্যন্ত প্রকাশিত নরওয়ের সবচে’ পুরোনো পত্রিকা এ্যাড্রেসিয়েভেসেন প্রতিষ্ঠিত হয় ও প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৮০৭: লর্ড মিন্টো বাংলার গবর্নর জেনারেল হয়ে আসেন।

১৮১৯: বিশ্বের প্রথম সঞ্চয়ী ব্যাংক ‘ব্যাংক অব সেভিংস’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চালু হয়।

১৮৯০: ইডাহো যুক্তরাষ্ট্রের ৪৩ তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

১৯২৮: লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করেন।

১৯৪৭: ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।

১৯৬২: ফ্রান্সের বিপক্ষে আলজেরীয়ার স্বাধীনতা যুদ্ধ সমাপ্ত হয়।

১৯৮৮: তুরষ্ক ইস্তানবুলে ফাতিহ সুলতান মেহমেত সেতুর কাজ সমাপ্ত করে। এটি বসফারাস প্রণালী দিয়ে ইউরোপ ও এশিয়াকে যুক্তকারী দ্বিতীয় পথ।

২০০৫: স্পেনে সম-লিঙ্গ বিবাহ বৈধতা পায়।

জন্ম:

১৮৮৩: জার্মান ভাষার উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রানৎস কাফকা তৎকালীন অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের প্রাগ শহরে (বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী) একটি  মধ্যবিত্ত জার্মান-ইহুদী পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৫১: নিউ জিল্যান্ডের কিংবদন্তী কৃকেটার রিচার্ড হ্যাডলি’র জন্ম।

অন্য খবর  রোহটাং পাসে বেড়াতে যেতে হলে হাতে রাখুন অন্তত ১৯ ঘন্টা!

১৯৭১: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের জন্ম।

আজকে:

মিয়ানমারে নারী দিবস।

আপনার মতামত দিন