আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে – নুরুল ইসলাম বাবুল

811

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু ঢাকা-১ আসনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমার স্ত্রী সালমা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। নেতাকর্মীদের নামে পুলিশ লিস্ট করছে। তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। আমাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি ব্যানার-পোস্টার লাগাতে গেলে বাধা দিচ্ছে। দোহার-নবাবগঞ্জে যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হয় আমি আপনাদের কাছে সেই সহযোগিতা চাই।

গতকাল দুপুরে নবাবগঞ্জ প্রেস ক্লাবে দোহার ও নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মোটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার সহধর্মিণী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এ কথা বলেন। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। গোলযোগ এখানকার মানুষ পছন্দ করেন না। দেশের অন্যান্য আসনে ভোট যেমনই হোক না কেন, ঢাকা-১ আসনে চিত্র ব্যতিক্রম থাকবে। এ সময় তিনি সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশের অনুরোধ করেন। এ আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দোহার ও নবাবগঞ্জে কর্মরত উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের বলবো না, আপনারা আমার পক্ষে লেখেন। আমি চাই আপনারা বাস্তব চিত্র তুলে ধরেন। নিজের দায়িত্ববোধ থেকে কাজ করুন। আপনারা সমাজের আয়না। তাই সঠিক সংবাদ তুলে ধরার আহ্বান জানাই।

আপনার মতামত দিন