আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. উজ্জ্বলের মত বিনিময়

358

নিউজ৩৯ ♦ মঙ্গলবার দুপুর একটায় দোহার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামি জাতীয় সংসদে আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী একেবারে নতুনমুখ  সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের গ্রন্থাগার ও গবেষোণা সম্পাদক নূরে আলম উজ্জ্বল। তার বিবৃতির শুরুতে তিনি বলেন আমি, নূরে আলম উজ্জ্বল, পিতা- মরহুম কফিল উদ্দীন, গ্রাম-মইতপাড়া, ডাকঘর- নারিশা, থানা- দোহার, জেলা – ঢাকা। তিনি বর্তমানে স্পেশাল পিপি হিসাবে দ্রুত বিচার আদালত-০৫ এ কর্মরত আছেন। এছাড়া Legal Adviser হিসাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, কম্পিউটার সোর্স লিমিটেড ও ল্যান্ডমার্ক ফুটওয়্যারে কর্মরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালকেরও দায়িত্ব পালন করে আসচ্ছেন বলে জানান।

কেন দল তাকে মনোনয়ন দিবে ও জনগণ তাকে ভোট দিবে এর কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, আমি সৎ, শিক্ষিত, সামাজিক, সংস্কৃতি ও বিনয়ী। এছাড়া নিজের গ্রামে একটি মসজিদ তৈরি করেছেন বলেও তিনি জানান। তিনি নির্বাচনে মনোনয়ন পেলে ও পাশ করলে পদ্মার ভাঙ্গন রোধ, পদ্মা সেতুর বর্ধিত অংশ নির্মাণ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ, রাস্তা-ঘাট নির্মাণ, মাদক , ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দূরকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

অন্য খবর  সালমান রহমানের দোহারবাসীকে ইদ শুভেচ্ছা উপহার বিতরণ

নিউজ৩৯-এর প্রতিবেদক এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগামীতে ঢাকা বারে নির্বাচন করবো সেটা ঠিক তবে সেজন্য এই মনোনয়ন পত্র ক্রয় নয়। দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজাহার আলীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান নিজে মনোনয়নপত্র কিনলেও তার দোয়া তার সাথে আছে। আর বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী আ. মান্নানকে মূল্যায়ন করতে গিয়ে তিনি তার দায়ভার জনগণের উপর ছেড়ে দেন।

দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল ও সাংগঠনিক সম্পাদক আলী আহসান খোকনই আমাকে উদ্বুদধ করেছেন কিন্তু ব্যাস্ততার কারণে তারা আসতে পারেন নি। দুপুর দেড়টায় তিনি সমাপনি বক্তব্য দিয়ে তার নির্বাচনী পরিচিতিমূলক প্রেস বিজ্ঞপ্তি শুরু করেন। উল্লেখ্য সকাল এগারটায় এই মতবিনিময় শুরু হয়ার কথা থাকলেও তিনি আসেন বেলা পৌনে একটায়। এসময় তার সাথে প্রায় ৮০টি মোটরবাইক শোভাযত্রায় অংশ নেয়। সভায় দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে দোহার-নবাবগঞ্জের সকল সাংবাদিক উপস্থিত ছিল।

আপনার মতামত দিন