আইএফআইসি জয়পাড়া শাখার উদ্যোগে কম্বল  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

16
আইএফআইসি জয়পাড়া শাখার উদ্যোগে কম্বল  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: আল-আমিনঃ আইএফআইসি ব্যাংক পিএলসি, জয়পাড়া উপশাখা, দোহার, ঢাকা-এর উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করা হয়।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন জয়পাড়া উপশাখার এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম ও তানিয়া সুলতানা। তাঁরা বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে বলে আমরা আশা করি। সমাজের সবার উচিত এই শীতের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। তাদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়েছে।

আপনার মতামত দিন