অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে শুভেচ্ছা

124
অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে শুভেচ্ছা

জাতীয় পার্টির  কো-চেয়ারম্যান,  যমুনা গ্রুপের চেয়ারম্যান , সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষ থেকে নবাবগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম কেয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলামের ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুয়েল আহমেদ।

এ সময় জুয়েল আহমেদ বলেন, নবনিযুক্ত উপজেলা নিবার্হী অফিসার দিলরুবা ইসলাম কেয়া সালমা ইসলামকে এবং দলীয় নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনের মধ্যে থেকে সব প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সুভ্র তালুকদার ও শোল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন মেম্বার।

আপনার মতামত দিন