অরক্ষিত বেইলি সেতু: নিয়মিতই ঘটছে দূর্ঘটনা

370

নিউজ ৩৯ ডেস্ক♦দোহার উপজেলার জয়পাড়া মাঝিরচর সংযোগ সড়কের প্রধান সড়কে খালের উপর স্থাপিত একটি বেইলী ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে। ব্রীজটির নাম রাশেদ মোল্লা সেতু। বিগত সরকারের সময় এই ব্রীজটি করা হয়। কিন্তু এই ব্রিজটি পুরোনো লোহা দিয়ে তৈরি করার ফলে এখনই ব্রিজের মাঝখানে কয়েক যায়গায় ভেঙ্গে গেছে। এরই দুই পাশে রেলিং করা হয়েছে অল্প কিছু লোহা দিয়ে।যার ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অসাবধানতা ও রেলিং এর অভাবে মানুষ বৃজ থেকে নিচে পড়ে যাচ্ছে প্রায়শই। গত মঙ্গলবার বিকালে ঘটে গেছে এমন এক মর্মান্তিক দূর্ঘটনা। পূর্বচর গ্রামের নিবাসী আলেপ প্রামানিক ঐ ব্রিজের উপর থেকে পড়ে মারা যান। বিলাশপুর থেকে আসা একটি ঠেলা গাড়ীর ধাক্কায় তিনি ব্রিজ থেকে পড়ে যান। ব্রিজের রেলিং না থাকায় তিনি নিজেকে ধরে রাখতে পারেন নি এবং এই সময়ে ঐ গাড়ী চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় স্থানীয় লোকজন তাকে দোহার থানা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে ঢাকা যাবার পথে দোহার বাজার পার হবার পরপরই তিনি মারা যান। তারপর লোকটিকে বাসায় ফিরিয়ে নিয়ে আসা হয়। এছাড়া কিছু দিন আগেও এক তরুণী একটি মোটর সাইকেলকে সাইট দিতে গিয়ে নিচে পরে যায় এবং অনেক দিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এবং এছাড়াও আরো কয়েক পানির নিচে পড়ে যাবার খবর পাওয়া গেছে। এবং ব্রীজের মাঝে ভাঙ্গা থাকায় পথচারীদের পা কেটে যাচ্ছে, এতো সব দূর্ঘটনার পরও প্রশাসনের কোন নজরদারি নেই। তাই এলাকার জনসাধারণের প্রত্যাশা অতি শিঘ্রই প্রশাসনের এর প্রতি নজর দেবে। তা না হলে ঘটতেই থাকবে এমন দূর্ঘটনা।

আপনার মতামত দিন