দোহার-নবাবগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ব্যাডমিন্টন খেলা

2322
অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ব্যাডমিন্টন খেলা

শীত মওসুমের শুরু থেকে ঢাকার দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকার চলছে ব্যাডমিন্টন খেলা। সন্ধ্যার পর হতে মধ্য রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এ খেলা চলে আসলেও নজর নেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের। প্রতি রাতে এই দুই উপজেলায় শত শত স্পটে বাতি জ্বালিয়ে চালানো হচ্ছে এ খেলা।

বিদ্যুৎ এর অবৈধ সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত খেলায় দৈনিক আনুমানিক সাড়ে ৫ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এতে করে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, দুই উপজেলার পাড়া মহল্লার তরুণ যুবকসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতে এ খেলা চলে আসছে। তারা সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে এ খেলার আয়োজন করে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে এ খেলা চলে। বিদ্যুৎ এর এ অপচয়ের ঘটনা প্রকাশ্য ঘটলেও তা প্রতিরোধে সংশ্লিষ্ট ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর নেই কোন তৎপরতা।

কতিপয় বিদ্যুৎ কর্মকর্তার যোগসাজশে এ অবৈধ সংযোগে ব্যাডমিন্টন খেলার হিড়িক চলছে।

অন্য খবর  কেরানীগঞ্জে ও দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

এ ব্যাপারে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এ ব্যাপারে দ্রুত অভিযান চালানো হবে। যে সকল এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলা চলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে যদি ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর কোন কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজশ থাকে সে ব্যাপারটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ছবি: প্রতিকী

আপনার মতামত দিন