প্রথম পাতা ট্যাগ মৈনট ঘাট

ট্যাগ: মৈনট ঘাট

মৈনট ঘাট , ঢাকার কাছে দিনে গিয়ে দিনে ঘুরে আসার দারূন যায়গা। এখানে পদ্মার দিগন্তে সূর্যাস্ত দেখা যায়, ছোট কিন্তু সমতল সৈকত কিছুট হলেও সমূদ্রের স্বাদ এনে দেয়।

নদীর তীর সাধারণত ভঙ্গুর বা খাড়া বা অতি ঢালু থাকে, সমূদ্রের মত প্রায় সমতল সৈকত বর্ষা মৌসুমে দেখা যায় না। কিন্তু কয়েক দশকের ভাঙা-গড়ার মধ্য দিয়ে ঢাকা জেলার দোহার থানার মৈনট ঘাটে ছোট কিন্তু আকর্ষনীয় সৈকত সৃষ্টি হয়েছে যা দেখতে প্রতিদিন ঢাকা সহ দূর দূরান্ত থেকে পর্যটক আসছে।

ঘাটের পশ্চিম দিকে একটি সৈকত ও দক্ষিণ দিকে একটি সৈকত রয়েছে, তারপর ছোট একটা খাল যা হেটেই পাড় হওয়া যায় তার পরই দীর্ঘ একটা সৈকত। মৈনটের আসল সৌন্দর্য ফুটে সূর্যাস্তের সময়, যখন পশ্চিমাকাশ গোঁধুলির রং ধারণ করে, মেঘের ফাক দিয়ে আসা রোদ দারূন কারুকাজ সৃষ্টি করে। কখনো কখনো মেঘের উপর রোদ নানা রঙের আল্পনা সৃষ্টি করে।

এতো সব মনোরম আয়োজনে মাঝেও রয়েছে ঝুকি। পদ্মা বাংলাদেশের সবচে’ তেজী নদী, এই নদীতে নামলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিৎ। সাতার না জানলে হাটু পানির বেশি সামনে যাওয়া যাবে না কোনো মতেই এবং কাছাকাছি সাতার জানে এমন কাউকে রাখতে হবে, সবচে ভাল হয় লাইফ জ্যাকেট পড়ে পানিতে নামা।

82,562ভক্তLike
46অনুসারীঅনুসরণ
4,187অনুসারীঅনুসরণ
1,050গ্রাহকগ্রাহক হোন

আজকের আবহাওয়া

Dohār
clear sky
25.4 ° C
25.4 °
25.4 °
31 %
3.4kmh
0 %
শুক্র
27 °
শনি
28 °
রবি
27 °
সোম
27 °
মঙ্গল
28 °

সর্বশেষ সংবাদ