ইতিহাসের এই দিনে: ১৪ ডিসেম্বর

338

১৪ ডিসেম্বর: বছরের  ৩৪৮তম দিন

১৫০৩: ফরাশী ভবিষ্যৎবক্তা নস্তারদামুস জন্মগ্রহণ করেন।

১৫৪৬: ড্যানিশ জোত্যির্বিদ ও রসায়নবিদ টাইকো ব্রাহে জস্মগ্রহণ করেন।

১৫৬৮: রাজকুমারী মেরী স্টুয়ার্ট স্কটল্যান্ডের রাণী হন।

১৭৯৯: আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ভার্জিনিয়ার মাউন্ট ভারননে মৃত্যুবরণ করেন।

১৯১১: নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন ওলাভ জালান্ড, হেলমার হ্যানসেন, স্ভেরে হ্যাসেল ও অস্কার উইস্টিংকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে।

১৯০৩: বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা নেন।

১৯৪৬: জাতিসংঘের জেনারেল এসেম্বলী নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।

১৯৫৫: আলবেনিয়া, অস্টৃয়া, বুলগেরীয়া, ক্যাম্বোডিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, আয়ারল্যা ন্ড, ইতালী, জর্দান, লাওস, লিবিয়া, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও শ্রী লংকা জাতিসংঘে যোগ দেয়।

১৯৬১: তাঞ্জানিয়া জাতিসংঘে যোগ দেয়।

১৯৯৯: কিরিবাতি, নাউরু, টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।

আজ:

বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস: পুরো নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের নিধনযজ্ঞ চলে। ডিসেম্বরের ১৪ তারিখে এটি ব্যাপকতা পায়, এদিন সবচে’ বেশি সংখ্যক বুদ্ধিজীবি হত্যা করে পাকিস্তান বাহিনী ও তাদের স্থানীয় মিত্ররা।

অন্য খবর  এই সপ্তাহের ছবি: ইসলামপুর

মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবি সংখ্যা:

•    একাডেমিক – ৯৯১
•    সাংবাদিক- ১৩
•    ডাক্তার – ৪৯
•    আইনজীবি – ৪২
•    অন্যান্য (শিল্পী, সাহিত্যিক ও প্রকৌশলী) – ১৬

আলাবামা (আমেরিকা): আলাবামা দিবস

বানর দিবস

আপনার মতামত দিন