ইতিহাসের এই দিনে: ১৩ ডিসেম্বর

444

১৩ ডিসেম্বর: বছরের ৩৪৭তম দিন

১০৪৮: পারস্যের পলিম্যাথ, গণিতবিদ, জোত্যির্বিদ, পৃথিবীর প্রথম ইন্ডিওলজিস্ট আবু রায়হান আল বিরুনী খোয়ারজম শহড়ে জন্মগ্রহণ করেন। তিনি ভারতত্ত্ব বইয়ের জন্য বিখ্যাত।

 

১৬৪২: নেদারল্যান্ডের নেভিগেটর আবেল তাসমান বর্তমান নিউ জিল্যান্ডে পৌছান।

১৮১৬: ইলেক্ট্রিক্যাল ও টেলিকম্যুনিকেশন্স কোম্পানী সিমেন্সের প্রতিষ্ঠাতা ওয়ার্নার ফন সিমেন্স জার্মানীর বার্লিনে জন্মগ্রহণ করেন।

১৯৪১: হাঙ্গেরী ও রোমানিয়া আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯: আর্চ বিশপ মাকারিয়স সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট হন।

১৯৮৮: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের জেনারেল এসেম্বলিতে বাক্তব্য রাখেন। আমেরিকার যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেয়ায় এই ব্যবস্থা গ্রহণ করতে হয়।

২০০৩: এই দিনে সাবেক ইরাকী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার জন্মশহড় তিকরিতে দখলদার বাহিনীর হাতে ধরা পড়েন।

আজ:

মাল্টায় প্রাজতন্ত্র দিবস

সেন্ট লুসিয়ায় জাতীয় দিবস

নিউজ ৩৯/111213001

আপনার মতামত দিন